
Table of Contents
মাহামুদুল্লাহ কে ছারাই আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য বাংলাদেশ দল দিল আজ
অস্ট্রেলিয়ায় 2022 সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ আজ তাদের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে 15 জনের তালিকা তে নেই সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসানের নেতৃত্বে 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ। বিনা জয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া দলে অনেকগুল পরিবর্তন এনেছে বাংলাদেশ।
পারভেজ হোসেন ইমন, আনামুল হক, মাহেদী হাসান এবং মোহাম্মদ নাইম, যাদের সবাই এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন, তারা অস্ট্রেলিয়ার ওয়ারল্ডকাপে থাকছে না, তবে মাহেদি হাসান রইয়েছেন স্টান্ড বাই তালিকায়। লেগি রিশাদ হাসান ও র্যেছেন স্টান্ড বাই তালিকা তে। এশিয়া কাপের পর এই ফরম্যাট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারদেরও ছাড়াই বিশ্বকাপে যাবে টাইগাররা।
বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সাকিব কি সঠিক পছন্দ?
এশিয়া কাপে অনুপস্থিত লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, হাসান মাহমুদ এবং নাজমুল হোসেন শান্তকে ফাইনালে ডেকেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এশিয়া কাপে অংশ নেননি দাস। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, আর নুরুলের চোট মটামুটি ভালর দিকে
সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম, যারা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তারা এবারও রয়েছে, শুধুমাত্র রিশাদ হোসেন এবং শেখ মাহেদী হাসানের সাথে স্ট্যান্ডবাই তালিকায় এড করেছেন।
স্কোয়াড:

- সাকিব আল হাসান (অধিনায়ক),
- সাব্বির রহমান,
- মেহেদি হাসান মিরাজ,
- আফিফ হোসেন,
- মোসাদ্দেক হোসেন,
- লিটন দাস,
- ইয়াসির আলি,
- নুরুল হাসান,
- মুস্তাফিজুর রহমান,
- সাইফুদ্দিন,
- তাসকিন আহমেদ,
- এবাদত হোসেন,
- হাসান মাহমুদ,
- নাজমুল হোসেন শান্ত,
- নাসুম আহমেদ
স্ট্যান্ডবাই:
- সৌম্য সরকার,
- শরিফুল ইসলাম,
- রিশাদ হোসেন,
- শেখ মাহেদী হাসান।